সমীকরণ আর রোমাঞ্চে ভরা ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তবে তাদের জয় ও সুপার ফোরে ওঠার আনন্দ ঢেকে দিয়েছে বিষাদের ছায়া। ম্যাচ শেষে অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে জানতে পারেন তার বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুর খবর। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম আদাদারানা জানিয়েছে, ড্রেসিংরুমে থাকার সময় প্রথমে ভেল্লালাগেকে জানানো হয় জরুরি চিকিৎসা ব্যবস্থার কথা। কিছুক্ষণ পরই আসে তার বাবার মৃত্যুর খবর। ২২ বছর বয়সী এই ক্রিকেটারকে সান্ত্বনা দিতে ছুটে যান লঙ্কান কোচ সনাত জয়সূরিয়া। পরে জানা যায়, ভেল্লালাগে আবুধাবি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রায় তার সঙ্গে রয়েছেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা। এশিয়া কাপের ‘ডু অর ডাই’ ম্যাচে মহেশ থিকসানার জায়গায় সুযোগ পেয়েছিলেন ভেল্লালাগে। প্রথম কয়েক ওভারে ভালো বোলিং করলেও শেষ ওভারটি ছিল দুঃস্বপ্নের মতো—মোহাম্মদ নবির কাছে পাঁচ ছক্কা খেয়ে...