সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা— সবখানেই আলো ছড়ানো এই তারকা এবার হাজির হয়েছেন বাংলাদেশে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন তিনি। এরপর আজ দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষটি নিশ্চিত করেন পাকিস্তানি এই তারকা।ঢাকায় নেমেই ব্যস্ত হয়ে গেছেন হানিয়া। এরই মধ্যে তিনি দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের সঙ্গে ফুচকা খেতে বের হয়ে গেছেন। যার একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আহসান মঞ্জিলে রাফসানের সঙ্গে ফুচকা খেতে খেতে নিজের অনুভূতির কথা বলছেন হানিয়া।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া দুটি ছবি শেয়ার করে নিজের ঢাকায় অবস্থানের বিষয়টি জানান দেন। এরপর তিনি সবাইকে সালাম দিয়ে আরও একটি ছবি পোস্ট করেন।আগামী ২০...