সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর চুরি মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. মামুন আহমেদ (২২) কোম্পানীগঞ্জ উপজেলার রুস্তমপুর ভোলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং জগম্বর আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, মামুন আহমেদ ভোলাগঞ্জে পাথর বহনকারী বারকি নৌকার লাইনম্যান হিসেবে প্রশাসনের হয়ে কাজ করতেন। বুধবার গভীর রাতে ধলাই ব্রিজের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, আটক মামুন আহমেদ সাদাপাথর লুটের অন্যতম শীর্ষ লুটেরা। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনি ১ম সারির আসামি। মামুনসহ এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন করা...