সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আজ (১৯ সেপ্টেম্বর) দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের। ২০০৬ সালের ‘ইয়া আলী’ গান তাকে খ্যাতি এনে দিয়েছিল। প্রায় দুই দশক পর আজও সেই গান সমান জনপ্রিয়। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে জুবিনের এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না অনুরাগীরা। ১৯৭২ সালের ১৮ নভেম্বর ভারতের মেঘালয়ের তুরা অঞ্চলে জন্মগ্রহণ করেন জুবিন। আসামীয়া আর বাংলা ছাড়া বলিউডের জন্যও অনেক গান গেয়েছেন জুবিন। শিল্পীর বাবা মোহিনী বরঠাকুর পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে ‘কপিল ঠাকুর’ ছদ্মনামে গান ও কবিতা লিখতেন তিনি। জুবিনের মা ইলি বরঠাকুর ছিলেন সংগীতশিল্পী। তামুলপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে দশম শ্রেণি পাস করেন জুবিন। এরপর বি. বরুয়া কলেজে বি.এসসি নিয়ে ভর্তি হন। তবে গানে মন দিতে পড়াশোনা ছাড়েন। ২০২৪ সালে মেঘালয়ের বিজ্ঞান ও...