১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম আর ১৯ রান করতে পারলেই দারুণ এক রেকর্ড গড়নে লিটন কুমার দাস। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে যাবেন এই স্টাইলিশ ব্যাটার। চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু শনিবার। সুপার ফোর পর্বে তিন ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তার আগে অনন্য এক রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আর মাত্র ১৯ রান করলেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হবেন লিটন। সুপার ফোরের প্রথম দিন শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাকিব। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২৩ দশমিক ১৯ গড় এবং ১২১ দশমিক ১৮ স্ট্রাইক রেটে ২ হাজার ৫৫১ রান...