কোহিনূর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার পপি ববিতা ও গুলশান আরা আক্তার চম্পা–ঢাকাই চলচ্চিত্রের ‘তিন কন্যা’। অভিনয়ে নিজের শক্ত জমিন তৈরির পাশাপাশি সুচন্দাই একসময় ছোট দুই বোন ববিতা ও চম্পাকে নিয়ে আসেন চলচ্চিত্রে। দুই বোনের কাছে সুচন্দা হলেন মাথার ‘উপর ছায়া’, যে ছায়া জীবনভর ‘আগলে রেখেছে’ তাদের। শুক্রবার সুচন্দার ৭৮তম জন্মবার্ষিকী ঘিরে তাকে নিয়ে এই উপলব্ধির কথা গ্লিটজকে বললেন চম্পা। তিনি বলেন, “আপা (সুচন্দা) বনানীতে থাকেন, চারপাশে ছেলেমেয়ে ও নাতি–নাতনিদের নিয়ে যেন একটি ছোট বাগানের মত জীবনযাপন করছেন।” বড় বোনকে নিয়ে নানা স্মৃতি, তিন বোনের একসঙ্গে বেড়াতে যাওয়া, প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা, আর চলচ্চিত্রের সুদিন–দুর্দিনের কথা উঠে এসেছে চম্পার স্মৃতিচারণায়। বাংলা চলচ্চিত্রের এক সোনালি অধ্যায়ের অভিনেত্রী সুচন্দা। ষাটের দশকে 'কাগজের নৌকা' দিয়ে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ এই নায়িকার। তারপর কিংবদন্তী নির্মাতা জহির রায়হানের...