জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ সরান্দাহকে ইসরায়েলি পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের কিছুক্ষণ পর তাকে মুক্তি দেওয়া হলেও মসজিদে প্রবেশে এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে জেরুজালেম ইসলামিক ওয়াকফ। ওয়াকফের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা নবায়নযোগ্য। তবে গ্রেপ্তার বা নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি। পর্যবেক্ষকরা মনে করছেন, গাজায় চলমান সামরিক অভিযানের প্রসঙ্গ এড়াতে ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের ইমাম ও খতিবদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর...