দীর্ঘ প্রতীক্ষার পর এবার অনেকটাই ভয়হীন পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু ও হল সংসদ নির্বাচন। ক্যাম্পাসজুড়ে এখন এক অন্যরকম উৎসবের আবহ। অভিনব কায়দায় প্রচারণায় নেমেছেন অনেকে। হাতে ধরা কাগজ, প্রথমে মনে হয় টাকার নোট কিংবা জমির দলিল। তবে একটু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যায়, এগুলো আসলে নির্বাচনী লিফলেট! কারও কাছে ডাকটিকেটের মতো ছোট্ট কাগজ, আবার কারও প্রচারণায় পুলিশের পোশাক পরে বানানো ভিডিও। অভিনব এসব কৌশল শিক্ষার্থীদের চমকে দিচ্ছে, কাড়ছে মনোযোগ। প্রচলিত মাইকিং, ব্যানার কিংবা পোস্টারের বাইরে গিয়ে প্রার্থীরা সাজাচ্ছেন ভিন্নধর্মী কৌশল। গত বুধবার প্রচারণার প্রথম দিন সকাল থেকেই আবাসিক হল ও ক্যাম্পাসের পথে পথে দেখা যায় এই অভিনব আয়োজন। শিক্ষার্থীদের হাতে হাতে লিফলেট পৌঁছে দিচ্ছেন তারা, ছড়িয়ে দিচ্ছেন ভিডিও বার্তা, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে...