কাম্প নউ এখনও প্রস্তুত না হওয়ায় এবারের মৌসুমেও বিকল্প পথে হাঁটতে হচ্ছে বার্সেলোনাকে। তাই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাধারী পিএসজির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি প্রায় ৫৬ হাজার দর্শক ধারণক্ষমতার মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইউরোপ সেরার প্রতিযোগিতার প্রাথমিক পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১ অক্টোবর পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। সংস্কার কাজ এখনও শেষ না হওয়ায় কাম্প নউয়ে ফিরতে পারছে না বার্সেলোনা। দুই বছরের বেশি সময় ধরে চলছে স্টেডিয়ামটির সংস্কার কাজ। সংস্কার চলার মাঝেই কয়েকবার এই মাঠে ফেরার পরিকল্পনা করেছিল তারা, কিন্তু অনুমতি মেলেনি। এবারের লা লিগায় প্রথম তিনটি ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলেছে বার্সেলোনা। গত রোববার ভালেন্সিয়ার বিপক্ষে ছিল তাদের প্রথম হোম ম্যাচ। কিন্তু কাম্প নউ প্রত্যাশিত সময়ে প্রস্তুত না হওয়ায় ম্যাচটি ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে খেলার অনুরোধ করে বার্সেলোনা, তা ফিরিয়ে...