টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ১০০ মিটারের পর ২০০ মিটারেও প্রথম হলেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন। ২৪ বছরের মেলিসা ২০০ মিটারের দৌড় শেষ করেছেন ২১.৬৮ সেকেন্ডে। মেলিসা যুক্তরাষ্ট্রের প্রথম নারী অ্যাথলেট যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জিতলেন। এর আগে সবশেষ ২০১৩ সালে জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার প্রাইস বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টেই (১০০ ও ২০০ মিটার) স্বর্ণ জিতেছিলেন। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে ২২.১৪ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন গ্রেট বৃটেনের এমি হান্ট। জ্যামাইকার...