দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সভাপতিসহ শীর্ষ তিন পদে জয় পেয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিপি)। কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই সভাপতি (ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া)-কে হারিয়েছে এভিপি। ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল বৃহস্পতিবার। তারপর আজ শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ফল ঘোষণা করা হয়। সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদ দু’টিতে জয় পেয়েছে এবিভিপি। অন্য দিকে, সহ-সভাপতি পদে এবিভিপি প্রার্থীকে হারিয়েছেন এনএসইউআই প্রার্থী। ২০২৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআই সভাপতি এবং যুগ্ম সম্পাদক পদে জিতেছিল। এবিভিপি জিতেছিল সহ-সভাপতি এবং সম্পাদক পদে জিতেছিল এবিভিপি। দিল্লির বিধানসভা ভোটে জয়ের পরে এ বার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব আবার প্রতিষ্ঠা করল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন। ২০২৪ সালের আগে টানা সাত বছর ছাত্র সংগঠনের চারটি গুরুত্বপূর্ণ পদই ধারাবাহিক ভাবে এবিভিপির দখলে ছিল।...