পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তিনি বাংলাদেশে পৌঁছান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি ঢাকায় তার অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন। হানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করে লোকেশন দেন ঢাকা। সঙ্গে জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। এর আগেই সানসিল্ক বাংলাদেশের অফিশিয়াল পেজ থেকে হানিয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ সফরের আগে এক ভিডিও বার্তায় তিনি নিজেই ঢাকায় আসার খবর জানিয়েছিলেন। সেই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে সরাসরি এসে সেই প্রত্যাশার অবসান ঘটালেন অভিনেত্রী। আয়োজক সূত্র জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর হানিয়া আমির ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। পাশাপাশি...