বসুন্ধরা কিংসের কোচ হিসেবে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দাঁড়ালেন ডাগআউটে। লড়াইয়ের নানা বাঁক পেরিয়ে জিতলেন চ্যালেঞ্জ কাপ। নতুন যাত্রায় এমন সূচনায় স্বাভাবিকভাবে দারুণ উচ্ছ্বসিত মারিও গোমেস। শিরোপা জয়ের তৃপ্তি নিয়ে বললেন, নতুন মৌসুমে বেড়ে উঠবে তার দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে চ্যালেঞ্জ কাপের মুকুট ধরে রাখে কিংস। অস্কার ব্রুসনের বিদায়ের পর ভ্যালেরি তিতের হাত ধরে সাফল্যের ধারায় থাকতে পারেনি কিংস। মাঝে ব্রাজিলিয়ান কোচ সের্জিও ফারিয়াসের দলটির হাল ধরার কথা শোনা গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি মত বদলে দায়িত্ব নেন ইরাকের ক্লাবের। এরপর দলটির কোচ হয়ে আসেন গোমেস। এসেই সাফল্য মেলায় খুবই খুশি ৬৮ বছর বয়সী এই আর্জেন্টাইন। “সবটুকু নিংড়ে দেওয়ায় ছেলেদের নিয়ে আমি ভীষণ খুশি। ছেলেরা খুবই শক্ত মানসিকতার। দ্বিতীয়ার্ধে সোহেল রানার লাল কার্ডের পর...