পরে আইসিসি সিইও সংযোগ গুপ্ত এক ই-মেইলে বিষয়টিকে ‘মিসকন্ডাক্ট’ আখ্যা দিয়ে বলেন, পিসিবি একাধিকবার প্রোটোকল ভঙ্গ করেছে। তিনি আরও উল্লেখ করেন, পাইক্রফট কেবল ভুল বোঝাবুঝির জন্য ‘দুঃখপ্রকাশ’ করেছিলেন, কিন্তু পাকিস্তান বোর্ড যেভাবে দাবি করেছে যে তিনি ‘ক্ষমা চেয়েছেন’, তা ভুল। ঘটনার সূত্রপাত হয় ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময়কার ‘হ্যান্ডশেক বিতর্ক’ থেকে। পাইক্রফট তখন পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে জানিয়েছিলেন, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করবেন না। আসলে তিনি কেবল ভেন্যু ম্যানেজারের নির্দেশ পৌঁছে দিয়েছিলেন। পাকিস্তান বোর্ড অভিযোগ করে যে পাইক্রফট আচরণবিধি ও ক্রিকেটের স্পিরিট ভঙ্গ করেছেন এবং তাকে এশিয়া কাপ থেকে...