রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলামকে। সূত্র জানায়, বর্তমান প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ড. ফেরদৌস রহমানের বিশেষ সুপারিশে তারই বিভাগের জুনিয়র শিক্ষক এবং জুলাই মামলার আসামি মো. মনিরুল ইসলামকে সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলাই আন্দোলনে আহত মো. শহিদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ১৪০ জনের নাম উল্লেখ করে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, ওই মামলার ১৩৩ নম্বর আসামি হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টর ও ইইই বিভাগের শিক্ষক মো. মনিরুল ইসলামের নাম রয়েছে। এজাহারে উল্লেখ করা...