পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রম ন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে দিল্লির অবস্থান তুলে ধরেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারত্বের কথাও তুলে ধরেন এবং গত কয়েক বছরে তা আরও গভীর হয়েছে বলে উল্লেখ করেন। জয়সওয়াল বলেন, ‘রিয়াদ পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে বলে নয়া দিল্লির আশা’ প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি। আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে।’ এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং...