নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে ১৪৬ কোটি টাকা। ডিএসই সূত্রে প্রাপ্ত সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি টাকা। এর আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৭ লাখ ২৪ হাজার ৬১২ কোটি টাকা। অর্থাৎ বাজার মূলধনে সপ্তাহ ব্যবধানে ১৪৬ কোটি টাকার বা ০.০২ শতাংশ হ্রাস ঘটেছে। সপ্তাহজুড়ে শেয়ারবাজারে সব সূচকেই পতন লক্ষ্য করা গেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৭৩.৮৫ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ। ডিএসই-৩০ সূচক কমেছে ৪৩.৯৪ পয়েন্ট বা ২.০৪ শতাংশ এবং ডিএসইএস সূচক কমেছে ১৮.১১ পয়েন্ট বা ১.৫১ শতাংশ। সূচকের সঙ্গে সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। পুরো সপ্তাহজুড়ে ডিএসইতে...