চিকিৎসার জন্য বিদেশে বেশি যাওয়া দেশের তালিকায় ১০ম স্থানে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তি, রাজনৈতিক নেতাদের অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে বা শারীরিক পরীক্ষার জন্য বিদেশ যান। এক্ষেত্রে তারা বেছে নেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের মতো দেশ। অথচ দায়িত্বশীল পদে থেকে তারাই বিভিন্ন সময় দেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে বড়াই করে বক্তব্য দেন। কিন্তু নিজের চিকিৎসার জন্য সেই ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিটিও দেশের স্বাস্থ্যসেবার ওপর ভরসা না রেখে পাড়ি দেন বিদেশে। আর তখনই দেশের স্বাস্থ্য সেবার মান নিয়ে সংশয় তৈরি হয় জনমনে। আস্থার সংকট তৈরি হয়। এমন দৃশ্য নতুন কিছু নয়। সম্প্রতি চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সিঙ্গাপুর যাওয়ার খবর প্রকাশ্যে আসার পরই এ নিয়ে নানা আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক...