বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, ‘দেশের প্রায় ৭০ শতাংশ ভোটারই পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নির্বাচন চায়। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, ফ্যাসিবাদের দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হতে হবে।’ রংপুর নগরীর ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি মাঠে আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে। পিআর পদ্ধতি প্রতিটি ভোটারের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে। এর ফলে একনায়কতন্ত্রের কোনো সুযোগ থাকবে না। দেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।...