১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পুনর্বহাল হওয়া পোষ্য কোটা বাতিলের দাবিতে এবার কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশনে বসেছেন সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম। তিনি আসন্ন হল সংসদ নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের স্বতন্ত্র ভিপি প্রার্থী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন তিনি। পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত অনশন চলার ঘোষণা দেন তিনি। আসাদুল ইসলাম বলেন, যে কোটার বিরুদ্ধে আন্দোলনে এত রক্ত ঝরেছে, সেটিকে প্রশাসন কেন আবার বৈধতা দিলো? যতক্ষণ এর সুষ্ঠু সমাধান না হবে, আমি আমরণ অনশন চালিয়ে যাব। তিনি আরও জানান, ২০২১ সালের ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৬৮.৫। এই স্কোর নিয়েই তিনি সংস্কৃত বিভাগে...