ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (আইএনএফএস)-এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজনে টিএসসি প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মৃতিময়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন আইএনএফএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. সাইদুল আরেফিন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইমুমুজ্জামানের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয় এবং সাধারণ সম্পাদক জাহিদুল মনির অ্যাসোসিয়েশনের পটভূমি, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রথমেই ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। এরপর কোরআন তেলাওয়াত ও অতিথিদের পরিচিতির মাধ্যমে শুরু হয় দিনটি। মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় পুনর্মিলনী পর্ব, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন এবং...