বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এশিয়া কাপ ২০২৫ এখন পর্যন্ত অসাধারণভাবে কেটেছে। গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়ে এবং শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশ সুপার ফোরে নিজেদের স্থান নিশ্চিত করেছে। তিন ম্যাচে দুই জয়ে লিটন দাসের নেতৃত্বাধীন দল দেখিয়েছে ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস। এবার সুপার ফোরে বাংলাদেশের সামনে আরও বড় চ্যালেঞ্জ। কারণ প্রতিপক্ষ তিন দলই এশিয়ার সেরা ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সুপার ফোর পর্ব, যেখানে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রথম ম্যাচ:২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (দুবাই),দ্বিতীয় ম্যাচ:২৪ সেপ্টেম্বর ভারত বনাম বাংলাদেশ (দুবাই) ওতৃতীয় ম্যাচ:২৫ সেপ্টেম্বর পাকিস্তান বনাম বাংলাদেশ (দুবাই)। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, একটানা ম্যাচ খেলতে হলে ফিটনেস ও স্কোয়াড...