১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, নতুন প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী প্রয়োজনে সৌদি আরবের জন্য তার দেশের পারমাণবিক কর্মসূচি "প্রাপ্তিসাধ্য করা হবে"। ইসলামাবাদ সৌদি আরবকে পারমাণবিক ছাতার নিচে রেখেছে- এই বিষয়ে প্রথম সুনির্দিষ্ট স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে তার এই বক্তব্যকে। প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মন্তব্য পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই সপ্তাহে স্বাক্ষরিত চুক্তির গুরুত্বকে তুলে ধরেছে। এই দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে সামরিক সম্পর্ক রয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইসরায়েলের প্রতি একটি ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে, যেটিকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক-অস্ত্রধারী দেশ বলে মনে করা হয়। গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলায় ছয়জন নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ অঞ্চলটিকে...