রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দামই চড়া। ইলিশের ভরা মৌসুমেও বাজারে নেই স্বস্তি। মাংসের দিকে নজর দেওয়ার উপায় নেই সাধারণ মানুষের। অন্যদিকে, ব্রয়লার মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম আগের মতোই আছে। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগের কেজি ৬০ থেকে ৮০ টাকা। এ নিয়ে অসন্তোষ আছে স্বল্প আয়ের মানুষের। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে দাম বাড়া পণ্যের নাগাল পাচ্ছে না অনেকে। চাল-ডালের মতো অতি প্রয়োজনীয় পণ্যও আছে এই তালিকায়। অন্যদিকে, ভরা মৌসুম ইলিশের। তারপরও জাতীয় এ মাছটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। বেড়েছে মুরগি ও ডিমের দাম। অসহনীয় দামের কারণে...