দুবাইয়ে আজ রাতে ভারত-ওমান ম্যাচ দিয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হবে। কিন্তু সবার চোখ এখন সুপার ফোরের দিকে। কারণ, আজকের ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার। ভারত সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে আর ওমান অনেক আগেই সুপার ফোরের লড়াই থেকে ছিটকে পড়েছে। গতকাল রাতে আফগানিস্তানের বিদায়ে ‘বি’ গ্রুপ থেকেবাংলাদেশ ও শ্রীলঙ্কার সুপার ফোরে খেলা নিশ্চিতহয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গী হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেরা চার দল নিয়ে আগামীকাল শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। সবাই সবার সঙ্গে একবার করে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। আগামীকাল (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম দিনেই খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লিটন-নাসুম-মোস্তাফিজদের পরের দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে। ২৪ সেপ্টেম্বর রাতে সূর্যকুমার-পান্ডিয়া-বুমরাদের মুখোমুখি হওয়ার...