২০০ মিটার দৌড়ে চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কিংবদন্তি উসাইন বোল্টকে ছুঁলেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। টানা চতুর্থবারের মতো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে স্বর্ণ জিতলেন লাইলস। তিনি সময় নিয়েছেন ১৯.৫২ সেকেন্ড। ২০০৯-১৫ সালের মধ্যে টানা চারবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে প্রথম হয়েছিলেন বোল্ট। তার পাশে বসলেন লাইলস। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার ইভেন্টে ১৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন যুক্তরাষ্ট্রেরই কেনি বেডনারেক। জ্যামাইকার ব্রায়ান লেভেন ১৯.৬৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে জিতেছেন ব্রোঞ্জ।...