অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধী ব্যক্তি দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সদ্য জারি হওয়া ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এ এ ধরনের শাস্তির বিধান রয়েছে। শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, অধ্যাদেশ অনুযায়ী যদি কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনও পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি বা পরিচালনা করেন; জুয়ায় অংশগ্রহণ করেন; খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন; বা অনলাইনে, ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়া প্রচার বা বিজ্ঞাপন দেন—তাহলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড...