বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে। তার মতে, এ দল যদি নির্বাচনে অংশ নেয় তবে সেটি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবে। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। ফজলুর রহমান বলেন, প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবে। ৩০০ ক্যান্ডিডেট হবে আমি বলে দিলাম। তিনি বলেন, আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি, কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারব না। কে সহ্য করতে পারে এগুলা। আমিও তো মানুষ, এ দলের জন্য কিনা করেছি। জেল খেটেছি নির্বাসনে রয়েছি, দেশ নেত্রী খালেদা জিয়ার নামে ৩০০ বক্তব্য দিয়েছি। যেটি বিশ্ব রেকর্ড। মুক্তিযোদ্ধার পক্ষে দেশে দল হবে। আপনি থাকবেন, আমি থাকব কিনা সেটা...