ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে বর্তমানে কতজন রুশ সেনা লড়ছে, সেই সংখ্যা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাজধঅনী মস্কোতে ‘টাইম অব হিরোস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য দিয়েছেন পুতিন। “বর্তমানে আমাদের সেনাবাহিনীতে স্টেশনড অবস্থায় আছেন মোট ৭ লাখ সেনা। যে কোনো অপরেশনের সময় তাদের মধ্যে থেকে উপযুক্তদের বাছাই করা হয়। বাছাইয়ের ক্ষেত্রে তাদেরকেই অগ্রাধিকার দেওয় হয়— যারা স্বেচ্ছায় যেতে চায়”, অনুষ্ঠানে বলেন পুতিন। মস্কো সাধারণত রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রদান করে না। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারি মাসে রুশ শিবিরে সক্রিয় সেনার সংখ্যা প্রকাশ করা হয়েছিল। সেটিও পুতিনই করেছিলিন। তিনি বলেছিলেন, রুশ সেনাবাহিনীতে বর্তমানে সক্রিয় অবস্থায় আছেন ৬ লাখ সেনা। এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, গত বছর সেপ্টেম্বরে বাহিনীতে প্রায় ২৪ লাখ নতুন সেনা যোগ করেছে...