বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, কিন্তু তাদের প্রায় ৬০ শতাংশই জানেন না যে তাদের এই সমস্যা আছে। হালকা হাত কাঁপা থেকে শুরু করে ধীরে ধীরে মাথার ঝাপসা ভাব— ডাক্তাররা বলছেন, এসব উপেক্ষা করবেন না।গলার নিচে ছোট্ট একটা অংশে থাকা থাইরয়েড গ্রন্থি চুপচাপ শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে— যেমন হৃদস্পন্দন, হজম, হাড়ের স্বাস্থ্য আর মস্তিষ্কের কাজ।আরও পড়ুন :বারবার গলা শুকিয়ে যাচ্ছে? এখনই সতর্ক হোন!আরও পড়ুন :চোখের নীরব বিপদ ডায়াবেটিক রেটিনোপ্যাথিমিষ্টি পেয়ারা চিনবেন যেভাবেএত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও, বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না কখন থাইরয়েডে সমস্যা দেখা দিচ্ছে। নিউ জার্সির ইনস্পাইরা হেলথ-এর এন্ডোক্রিনোলজিস্ট ড. জোডি ফক্স মেলুল বলেন, ‘থাইরয়েডের লক্ষণগুলো এমনভাবে দেখা দিতে পারে, যেগুলো আপনি স্ট্রেস, বার্ধক্য বা ব্যস্ততার অংশ ভেবে এড়িয়ে যান।’ যেমন রাতে ঘুম না হওয়া, অকারণে...