বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমার জনপ্রিয় ‘ইয়া আলী’ গানের শিল্পী জুবিন গার্গ মারা গেছেন। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় অপ্রত্যাশিত এক দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে। সিঙ্গাপুরে ‘নর্থ ইস্ট ইনডিয়া ফেস্টিভ্যালে’ অংশ নিতে গিয়েছিলেন তিনি। শনি ও রোববার সেখানে গান গাওয়ার কথা ছিল তার। কিন্তু এর আগের দিন সাগরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন জুবিন। সেখান থেকে তাকে উদ্ধার করে ‘সিপিআর’ দেওয়া হয়। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। বাংলাদেশ সময় দুপুর ৩টায় তার মৃত্যু হয়েছে। ‘নর্থ ইস্ট ইনডিয়া ফেস্টিভ্যাল’ কর্তৃপক্ষের একজন মুখপাত্র অনুজ কুমার বড়ুয়া এনডিটিভিকে বলেন, স্কুবা ডাইভিংয়ের সময় শ্বাস নিতে পারছিলেন না জুবিন। এরপর তাকে সাগর থেকে তুলে তাৎক্ষণিক সিপিআর দিয়ে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। ভারতীয় সিনেমা ও সঙ্গীতের জগতে...