শুক্রবার বিকেলে রংপুর নগরীর টাউনহল চত্বরে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। যারা কর্তৃত্ববাদী সরকার চালাতে চায়, তারাই পিআর পদ্ধতি চায় না। এই পিআর নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থা সার্ভে করেছে। ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে রয়েছে। এছাড়া ঐক্যবদ্ধ কমিশনে ৩১টি দলের মধ্যে ২৫টি দলই পিআর পদ্ধতি সমর্থন করছে। কিন্তু কিছু বিএনপি নেতার বক্তব্য, জনগণ পিআর বোঝে না। তারা পিআরকে ইভিএমের সঙ্গে তুলনা করছে, যা সঠিক নয়। তিনি আরও বলেন, সাংবিধানিক পদে থাকা অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার সংবিধানে পিআর পদ্ধতি নেই বলে মন্তব্য করেছেন। এটি গ্রহণযোগ্য নয়।...