মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরে অংশ নিয়েছেন বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানির সফল ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি অগ্রপথিকদেরই প্রতিনিধিত্ব করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আসা বিলিয়নেয়ারদের এ দলটি। গোটা বিশ্বে ডিজিটাল প্রতিযোগিতায় বিশেষ করে এআইয়ের ক্ষেত্রে সামনের সারিতে রয়েছে এসব কোম্পানি। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলে তাদের উপস্থিতি ছিল বেশ ব্যতিক্রম। কারণ এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাজ্য সফরে এমন প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ধনী ব্যক্তিরা সঙ্গী হননি। এ সফরে দুই দেশ মিলে প্রায় তিন হাজার একশ কোটি পাউন্ডের বড় এক প্রযুক্তি সংক্রান্ত চুক্তিও করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, যা প্রযুক্তি ক্ষেত্রে সমৃদ্ধি আনার ক্ষেত্রে বিশেষ এক বিনিয়োগ পরিকল্পনা। এ চুক্তি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির মোট দেড় হাজার কোটি পাউন্ড বিনিয়োগের অংশ। দুই দেশ মিলে প্রযুক্তি খাতে বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করে নিজেদের অর্থনৈতিক...