প্রবল বিতর্কের মাঝেই এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। প্রবল বিতর্কের মাঝেই এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শেষেও কম বিতর্ক হয়নি। ভারতীয় দল পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় প্রবল ক্ষুব্ধ হয় পাকিস্তান দল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করার অভিযোগ এনে তাকে শাস্তি দেওয়ার দাবি তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয় পাইক্রফটকে সরানো হবে না। সেই ঘটনাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত ম্যাচ বয়কট করতে চেয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ম্যাচ রেফারি ক্ষমা চাওয়ায় ম্যাচ খেলেছে পাকিস্তান। আর আরক আমিরাতকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান। অবশ্য এক ম্যাচ আগেই সুপার ফোর নিশ্চিত হয় ভারতের। ফলে এশিয়া কাপে আরও একবার...