রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানিয়েছেন ১৪ মাস ধরে বেতন বঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগ জানান তারা।আরো পড়ুন:মাধ্যমিক শিক্ষার গুণগত পরিবর্তন আনতে পাঁচটি বিষয় বাস্তবায়ন করতে হবে এখনই২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ মাধ্যমিক শিক্ষার গুণগত পরিবর্তন আনতে পাঁচটি বিষয় বাস্তবায়ন করতে হবে এখনই বেতনবঞ্চিত শিক্ষকদের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানের ব্যয় এবং ঘাটতির যে চিত্র তুলে ধরেছেন তা সম্পূর্ণ অস্বচ্ছ এবং বানোয়াট। সংবাদ সম্মেলনে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে সহকারী শিক্ষক সৈয়দা আরিফুন নাহার বলেন, “গত ৫ বছরে ৬০ মাসের মধ্যে ৪৬ মাসের বেতন হয়েছে। বকেয়া রয়েছে ১৪ মাসের...