টলিউডের তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ট্রল, বিতর্ক যেন তাদের নিত্যসঙ্গী। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নোংরা ভাষায় আক্রমণের শিকার হন তারা। এবার কাঞ্চন মল্লিকের মাকে নিয়ে ‘নোংরা’ ভাষায় মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন এক নারী; যা থানা পর্যন্ত গড়িয়েছে। শ্রীময়ী চট্টরাজের একটি পোস্টে বিদিশা মুখার্জি নামে একজন মন্তব্য করেন, “তোর বর একটা খা** ছেলে।” এ মন্তব্য শ্রীময়ীর নজর এড়ায়নি। জবাবে এই অভিনেত্রী লেখেন, “একদম আপনার বরের মতো। নিজের বর থাকতে আপনি অন্যের বরকে কেন গালি দিচ্ছেন বলুন তো? আমার বরকে নিজের বেডরুমে চেয়েছিলেন না কি? আমার বর নিশ্চয়ই অ্যালাউ করেনি, তাই এত জ্বালা!”আরো পড়ুন:শামীম হাসানের নতুন সিদ্ধান্ত, ইরফান সাজ্জাদের সতর্কবার্তাআলোচিত হানিয়া কেন ঢাকায় আসছেন? শামীম হাসানের নতুন সিদ্ধান্ত, ইরফান সাজ্জাদের সতর্কবার্তা পরে শ্রীময়ী চট্টরাজ বিদিশা নামে ওই...