ঘোষিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. শাফায়াত হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক। এছাড়া খেলাধুলা সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব, সাহিত্য সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূঁইয়া, ছাত্রী কল্যাণ সম্পাদক নুজহাত জাহান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. ওজায়ের হোসেনসহ বিভিন্ন পদে প্রার্থী মনোনীত করা হয়েছে।প্যানেল ঘোষণার পর নাসির উদ্দীন নাসির বলেন, ‘আমরা বিশ্বাস করি, সাহসী ও মেধাবী শিক্ষার্থীরা ভোট দিয়ে ছাত্রদলের প্যানেলকে জয়ী করবেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারা সবসময় কাজ করেছেন, তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে।’ তিনি নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ...