এশিয়া কাপের প্রথম রাউন্ডে গেল ১৪ সেপ্টেম্বরের ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এই ঘটনার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়ী করেছিল পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) দাবি, পাইক্রফট ভারতের অনৈতিক অনুরোধ রেখেছেন আইসিসির সঙ্গে আলোচনা না করেই। যে কারণে ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকা পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে অনুরোধ জানায় পিসিবি। দাবি পূরণ না হলে ম্যাচ বয়কটের হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতা করে পিসিবি ও পাইক্রফট। যে কারণে আমিরাতের বিপক্ষে ম্যাচটি শুরু হয় এক ঘণ্টা দেরিতে। পিসিবি দাবি করেছে, পাকিস্তানের অধিনায়ক ও টিম ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন জিম্বাবুয়ের পাইক্রফট। যে কারণেই তারা খেলতে রাজি হয়েছিল। পাইক্রফটের সঙ্গে সমঝোতামূলক সেই...