মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরের সামনে শুক্রবার সকালে এই বিশৃঙ্খল চিত্র দেখা যায়। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দোকানের কাঁচের দরজার বাইরে বহু মানুষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি এবং হাতাহাতি করছেন। ভিড়ের মধ্যে থেকে একজন লাল শার্ট পরা ব্যক্তিকে টেনে বের করে আনেন নিরাপত্তা কর্মীরা। ওই ব্যক্তি নিরাপত্তা কর্মীকে মারার চেষ্টা করলেও তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার মাঝেই আরেকজন সাদা শার্ট পরা ব্যক্তি এসে নিরাপত্তা কর্মীর খোঁজখবর নেন। ভিডিওতে আরও দেখা যায়, একজন নিরাপত্তারক্ষী লাঠি হাতে দাঁড়িয়ে আছেন, কিন্তু একা তার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এরপর একজন কালো ও সাদা শার্ট পরা ব্যক্তিকে ভিড় থেকে টেনে বের করে নিয়ে যান সামরিক পোশাক পরা এক সশস্ত্র নিরাপত্তারক্ষী। ঘটনার পর...