এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হতে বাকি একটি ম্যাচ। তবু আগেই ঠিক হয়ে গেছে সুপার ফোরের চার দল। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত ও পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে জায়গা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। নিয়ম অনুযায়ী, চার দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। প্রতিটি দলের সামনে সুযোগ থাকবে তিনটি ম্যাচ খেলার। আর সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল।আরো পড়ুন:বড় জয়ে শুরু ভারতেরএশিয়া কাপে স্পনসর ছাড়াই মাঠে নামবে ভারত! তবে সূচি ঘেঁটে দেখা যাচ্ছে, অন্যদের তুলনায় বেশ কিছু বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। বিরতি ও ভেন্যুর সুবিধা:ভারতের প্রতিটি ম্যাচের মাঝেই থাকবে বিশ্রামের বিরতি। ২১ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা। এরপর ২৪ সেপ্টেম্বর নামবে দ্বিতীয় ম্যাচে। অর্থাৎ দুই...