ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফারী ইফাত বলেছেন, ‘সাধারণ শিক্ষার্থীর নামে শিবিরকে ক্রেডিট নিতে দেওয়া হবে না।’শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসীন হলের সামনে তিনি এসব কথা বলেন।আবুজার গিফারী বলেন, ‘আমরা ইতোপূর্বে দেখেছি, ডাকসু নির্বাচনে মুহসীন হলের জিএস স্বীকার করেছে শিবির করে। সাধারণ প্রার্থীদের শিবির বলে চালিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সারা দেশে তাদের যে ক্রেডিট নেওয়ার অপচেষ্টা এটা কোনোভাবেই হবে না।’তিনি বলেন, ‘শিবির মুহসীন হলে ১৩টি পোস্টের মধ্যে একটি পোস্টে জয়ী হয়েছে। বাকি ১২টি পোস্টে স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের আগামী এক বছরে আমরা কোনোভাবে শিবির হতে দেব না। তাদের পরিচয় লুকানোর যে রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এটি কখনো মেনে নেবে না।’আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : ছাত্রদলএ সময় মহসীন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর...