বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনো নাশকতা ঘটনাতে না পারে এজন্য বিএনপি নেতাকর্মীরা নাটোরের সব মন্দির পাহারা দেবেন। দুর্গাপূজাকে ঘিরে পরাজিত শক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্র করলে বিএনপির নেতাকর্মীরা তা রুখে দেবেন। সনাতন ধর্মাবলম্বী নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুলু জানান, আসন্ন দুর্গাপূজায় নাটোরে একটি কন্ট্রোল রুম খুলবে জেলা বিএনপি। সব মন্দিরে ব্যানার টাঙিয়ে কন্ট্রোল রুমের বেশ কয়েকটি করে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। কোনো সমস্যা মনে করলে এসব নাম্বারে ফোন দিলে সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীরা পৌঁছে যাবেন। শুক্রবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে শহরের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা...