ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা সমীকরণে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। জোট গঠন করে ভোটে অংশ নেওয়া এবং আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে সুবিধা নেওয়ার উদ্যোগ লক্ষণীয়। প্রতিবারই ভোট সামনে রেখে জোট ভাঙা গড়ার খেলা হয়। এরই মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে— একীভূত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দুই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ। রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে যে, দুপক্ষই ঐক্যের পথে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। আসলেই কি একীভূত হতে যাচ্ছে কোটাবিরোধী আন্দোলনকে ভিত্তি ধরে গড়ে উঠা এই দুই রাজনৈতিক দল। নাকি এটি শুধুই গুঞ্জন? রাজনৈতিক মহলে ধারণা, একীভূত হতে পারলে আগামী জাতীয় নির্বাচনে বিকল্প জোট হিসেবে এ উদ্যোগ বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের টানতে উভয় দলই একে অপরের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। যদিও মৌলিক কিছু বিষয়ে...