হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে এনসিপির সদস্য সচিব আকতার হোসেনও সাক্ষাতে যোগ দেন। বৃহস্পতিবার রাতে রাজধানীতে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। উল্লেখ্য, গতকাল জমিয়তে উলামায়ে ইসলামের সম্মেলনে হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেছেন এবং অন্য কোনো ইসলামি দলের সঙ্গে জোট না করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, এনসিপি প্রাথমিকভাবে...