ভারতের আনন্দবাজার পত্রিকার বরাতে জানা গেছে, ল্যাভার্ট এ ইম্যানুয়েলের লেখা একটি বই—“Thai Taboo: The Rise of Wife Rental in Modern Society”-তে উঠে এসেছে থাইল্যান্ডের এই অপ্রচলিত সামাজিক বাস্তবতা। বইটির দাবি, পাটায়াসহ দেশটির কয়েকটি অঞ্চলে পর্যটকদের জন্য ‘ভাড়ায় স্ত্রী’ সেবা একটি সাংগঠনিক ব্যবসা হিসেবে গড়ে উঠেছে, যা স্থানীয়ভাবে ‘Black Pearl Service’ নামে পরিচিত। এই প্রথার আওতায় দরিদ্র পরিবারের নারীরা, যারা সাধারণত বার বা নাইটক্লাবে কাজ করেন, তারা নির্দিষ্ট সময়ের জন্য বিদেশি পর্যটকদের ‘স্ত্রী’ হিসেবে সঙ্গ দেন। এতে থাকছে একসঙ্গে থাকা, রান্না, বেড়াতে যাওয়া এমনকি ঘরোয়া স্ত্রীর মতো আচরণও। এটি সম্পূর্ণ চুক্তিনির্ভর, এবং কোনোভাবেই বৈধ বিয়ে হিসেবে বিবেচিত নয়। ইম্যানুয়েলের দাবি অনুযায়ী, এই সেবার মাধ্যমে একজন নারী প্রতি মাসে আয় করতে পারেন ১.৩ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত। অনেক নারীই...