‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৯) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সংগীত ও আন্তর্জাতিক কমিউনিস্ট সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অধিবেশনের পর চার দিনব্যাপী এ কংগ্রেসের পর্দা ওঠে। কংগ্রেস চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।আরো পড়ুন:ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস দেবে ছাত্রদলরাকসু নির্বাচন বর্জনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছাত্রদলের ভিপি প্রার্থীর ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস দেবে ছাত্রদল রাকসু নির্বাচন বর্জনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছাত্রদলের ভিপি প্রার্থীর উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু সাইদ। এরপর বিএমএ মিলনায়তনে শুরু হয় কাউন্সিল অধিবেশন। কংগ্রেসে অংশ নিচ্ছেন জেলা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত ৫২৫ প্রতিনিধি ও ২৬ জন পর্যবেক্ষক। পাশাপাশি পার্টির প্রবীণ নেতাদের মধ্যে...