খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল আফগানিস্তান সফরে তালবান সরকারের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী মোল্লা আবদুল মানান ওমারির সঙ্গে বৈঠক করেছে। বৈঠকের মূল বিষয় ছিল দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামাজিক সম্পর্ক উন্নয়ন এবং আলেম সমাজের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। বৈঠকে দুই পক্ষ চিকিৎসা, শ্রম বাজার ও বাণিজ্যিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা এবং আফগানিস্তানের পুনর্গঠন কাজে বাংলাদেশি জনশক্তি পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। মামুনুল হক ফেইসবুক লাইভে বলেন, “বাংলাদেশ আফগানিস্তানে জনশক্তি রপ্তানি করে যুদ্ধবিধস্ত দেশে পুনর্গঠন ও চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি আরও যোগ করেন, “মুসলিম উম্মাহর ঐক্য বজায় রাখা এবং ফিলিস্তিনে হামলা বন্ধে মুসলিম নেতৃত্বকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।” প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আব্দুল হামিদ, আব্দুল আউয়াল, আব্দুল হক, হাবিবুল্লাহ মাহমুদ...