ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বিগত সময়গুলোতে দেশে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এরা নতুন করে আবার ক্ষমতায় এলে কী মধু খাওয়াবে বাংলাদেশের মানুষ বুঝে গেছে। এখন পরিবর্তন প্রয়োজন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডায় এক সমাবেশ এই এসব কথা বলেন তিনি।রেজাউল করীম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। সেই নতুন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে ক্ষমতায় এসে জনগণের হারানো আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।তিনি বলেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা এখন ইসলামের পক্ষের। বাংলাদেশে ইসলামের পক্ষে একটি জোয়ার তৈরি হয়েছে। এই উর্বর মাটিতে চাষাবাদের সময়...