এক সময় আওয়ামী লীগ ও বিএনপি ছিল একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। রাজপথ থেকে শুরু করে আলোচনার টেবিল—সব জায়গাই তারা ছিল পরস্পরবিরোধী অবস্থানে।তাদের সেই রাজনৈতিক বিরোধ এখন নতুন রূপে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার সম্পর্কে দেখা যাচ্ছে। এক সময় জোট সরকার গঠন এবং আন্দোলন-সংগ্রামে মিত্র হলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুই দলের অবস্থান পাল্টেছে। বিশেষ করে জুলাই সনদ ইস্যু, সংস্কার ও আসন্ন নির্বাচনের পদ্ধতি, কৌশলগত ভিন্নতা ও একে অপরকে দায়ী করার প্রবণতা তাদের মধ্যে ফাটল স্পষ্ট করছে। বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত নেতাদের বক্তব্য এই দূরত্বকে করছে প্রকট, তার বিপরীতে বিএনপির অবস্থান জামায়াতকে নিয়ে যাচ্ছে চরম প্রতিদ্বন্দ্বীর অবস্থানে। রাজনৈতিক প্রতিযোগিতায় দুই দলের আদর্শগত ভিন্ন অবস্থান স্বাভাবিক হলেও স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকা বিএনপি-জামায়াতের বর্তমান বিরোধ কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, তা নিয়েই...