ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (৪ আশ্বিন):অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখেসাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫জারি করেছে সরকার। নতুন এই আইনে সাইবার স্পেসে জুয়ার সাথে জড়িত যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাদুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারবেন।অধ্যাদেশ অনুযায়ী, অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি, পরিচালনা বা ব্যবহার করা, জুয়ায় অংশগ্রহণ করা কিংবা জুয়া খেলায় সহায়তা ও উৎসাহ প্রদান করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ছাড়া ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়া খেলার বিজ্ঞাপন বা প্রচারেও একই শাস্তির বিধান রয়েছে।অধ্যাদেশের ২০ ধারাঅনুযায়ী এসব অপরাধ সংঘটনের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড কার্যকর হতে পারে।...